ভাসানচরে অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  ভাসানচরে অবৈধ ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ নভেম্বর) দুপুরে থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস ও স্টেশনারী) মংচিংনু মারমার নেতৃত্বে এই এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ বিষয়ে মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

এসময় ২টি মামলায় ১৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে ওই  স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে

 

প্রসঙ্গত, কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসান স্থানান্তর করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *