চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক : রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চকবাজারে এসকে টাওয়ারের ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ৬ তলা ভবনে আগুন লাগার পরপরই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। তবে তিন তলায় ওই গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যাদি রয়েছে। মূলত সেগুলোতে আগুন ধরে যায়। আর এ কারণে আগুন নেভাতে দমকল বাহিনীর কর্মীদের বেগ পেতে হচ্ছে। এ ছাড়া আশপাশে উৎসুক জনতা ভিড় করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *