সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক:  প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। ঘুর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় আটকা পড়েছেন তারা।

বৈরী আবহাওয়ার কারণে ৫ ও ৬ ডিসেম্বর এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

 

যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্বীপে রাত্রীযাপনকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পাঁচটি জাহাজে ১ হাজার ৩০০ এর বেশির পযর্টক সেন্টমার্টিনে বেড়াতে যান। এর মধ্যে প্রায় এক হাজারের মতো পর্যটক ফিরে এলেও বাকিরা আটকা পড়েন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *