দক্ষিণ সুনামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জাতীয়

কাজী জমিরুল ইসলাম মমতাজ (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সরকারিভাবে বিদেশ সফরকারী আশিষ কুমার চক্রবর্তী ও রাবেয়া আক্তার এবং ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার এফআইভিডিবির হলরুমে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রানা আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক সজিব চন্দ্র দাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল¬াহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিদেশ সফরকারী শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, রাবেয়া আক্তার রুবি,গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায়, কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, উজানীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক, সহকারী শিক্ষিকা সঞ্জিতা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আজিজুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, ধনঞ্জয় চন্দ্র, মানিক ধর, ফয়জুল হক, উত্তম আচার্য্য, রাজেশ কান্তি দাস, রিন্টু কুমার দাস, আবু বকর, আব্দুল জহুর, নির্মল চন্দ্র, জুবায়ের আহমদ, সুলতান আহমদ, ফাতেমা চৌধুরী, সম্পা রানী দাস, খালেদা বেগম, সঞ্জিত আচার্য্য, পাপ্পু বনিক, জাহাঙ্গীর আলম, কৃপা সিন্দু দাস ও বিজিত লালা রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পরবর্তীতে উপজেলা পর্যায়ে ১৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৩ জন কাব শিক্ষক-শিক্ষিকাকে অতিথি বৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *