খামারের জমিতে ভালোবাসার বাংলাদেশ!

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জাফরাবাজ গ্রামে রোমান আলী শাহ নামের এক যুবক নিজ উদ্যোগে একটি খামার স্থাপন করেন। এই খামারে বিজয় দিবস উপলক্ষে ঘাসে কারুকার্য করে লিখেছেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কৃষি ক্লাব। তার বৈচিত্র্যময় লেখা দেখতে প্রতিদিন বহু লোক খামারে আসে।

তার খামারে কয়েক প্রজাতির ফলের গাছ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আম গাছ ৯টি, আনার গাছ ৩টি, বল সুন্দরী কূল ২০টি, পেয়ারা গাছ রয়েছে মোট ৪৩০টি। দুই জাতের পেয়ারা গাছ বিদ্যমান রয়েছে, থাইসুপার- ১০, থাইসুপার- ৮। এছাড়া বড় জাতের ছাগল রয়েছে ৩৮টি, গরু রয়েছে ১২টি, কবুতর রয়েছে ৩২০টি।

রোমান আলী জানান, তার মোট জমির পরিমাণ ১ একর ১৪ শতাংশ। এ জমিতে তিনি এই বৈচিত্র্যময় খামার স্থাপন করেন এবং বলেন এখানে যা আছে সব অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়। এখানে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান।

রোমান আলী শাহ বলেন, বিজয় দিবস উপলক্ষে আমি কিছু জমিতে নিজ উদ্যোগে খামারের পাশাপাশি বাংলাদেশের মানচিত্র এবং মহান বিজয় দিবস কারুকলা চিত্র তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আমার খামারের জমিতে আরও নানা রকম বৈচিত্র্য কারুকলা তৈরি করব যা মানুষ দেখে আনন্দিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *