হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত তেঁতুলিয়া

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: তাপমাত্রা কমে ছয়ের ঘরে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে ৮ এর নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষ।

শুক্রবার থেকেই ৮ এর নিচে অবস্থান করছে তাপমাত্রা। শনিবার থেকে এক লাফে নেমে এসেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রাতভর ঝরেছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশার শিশির। সকালে ঘন কুয়াশা, উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা অনুভূত হতে থাকে। রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত ভারি শৈতপ্রবাহের ঠান্ডার প্রকোপে বিপাকে পড়েছে সর্বসাধারণ মানুষ। খড়-কুটো আগুনে জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে। কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বত সন্নিকটে হওয়ায় উত্তরীয়-পূবালী ঠান্ডা বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে।

নিম্নমুখী তাপমাত্রার কারণে ঘরের বিছানা, মেঝে ও আসবাবপত্র বরফ হয়ে উঠছে। শীত দূর্ভোগে প্রচণ্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়োজৈষ্ঠ্যরা। বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতের তীব্রতার কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন দিন মজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক থেকে নানান পেশাজীবী মানুষগুলো। তারা জানান, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত বরফের মতো ঠান্ডা লাগে। ঠান্ডার কারনে কাজে যেতে পারছি না।

শীতের তীব্রতার কারণে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে ঘুরে দেখা গেছে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীদের ভিড়। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে রোগী বেড়েছে। করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় আমরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শনিবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আকাশের মেঘ সরে যাওয়ার কারণে ভারি শৈত্যপ্রবাহ বইছে। এরকম দু’চারদিন চলতে পারে। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *