বিজেএমসির চেয়ারম্যান হলেন সালেহউদ্দিন

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহউদ্দিন। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজেএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আব্দুর রউফকে গত ১১ নভেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এরপর গত ১৩ ডিসেম্বর বিজেএমসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। এজন্য তার ওই নিয়োগ আদেশটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে বিজেএমসির পরিচালক (পরিকল্পনা) হায়দার জাহান ফারাস অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে বাংলদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সচিব নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে বিডার সচিব নিয়োগ দেয়া হয়েছিল। এখন সেই নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *