সায়েন্স ল্যাবে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী আহত

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ছিনতাইকারীকে ধরতে গিয়ে মাহবুব হোসাইন লিয়ন (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় রুবেল (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার (২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। লিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্র।

মাহবুবুরের সহপাঠী সাদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। সায়েন্সল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে এলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। এসময় বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন লিমন। সে বাস থেকে নেমে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। ওই সময় ছিনতাইকারী তার মাথায় ছুরিকাঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি  নিউজকে নিশ্চিত করে বলেন, আহত ছিনতাইকারীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *