না’গঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত কিশোরের ঢামেকে মৃত্যু

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাহত মো. ইব্রাহিম (১৬) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ইব্রাহিম নারায়ণগঞ্জ সদর উপজেলার কৈইলার চর এলাকার মো. আমির হোসাইনের ছেলে।

নিহতের চাচাতো ভাই নাঈম জাগো নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাসার সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইব্রাহিম সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এসময় কোনো এক পক্ষ তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাহত এক কিশোর আজ সকালে মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *