রমজান উপলক্ষে আজ থেকে শেরপুরে টিসিবি পন্য বিক্রয় শুরু

জাতীয়

শেরপুর সংবাদদাতাঃ রমজান উপলক্ষে টিসিবির পন্য সামগ্রিই বিক্রির উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মার্চ রবিবার সকাল ১০টায় শহরের নবীনগর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয় দক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়া, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান উপলক্ষে জেলায় মোট ১ লক্ষ ১০ হাজার ৬৯টি পরিবারকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ডিলারদের মাধ্যমে দুই দফায় সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হবে। ইতিমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। টিসিবি ডিলারের ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। জেলায় টিসিবির নির্ধারিত ডিলার রয়েছেন ২৭ জন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *