দুরারোগ্য রুগিদের মাঝে অনুদানের চেক বিতরণ। 

জাতীয়
শেরপুর সংবাদদাতাঃ শেরপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর বিভিন্ন রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য ওই অনুদান প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩ এপ্রিল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ১০৬ জন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সমাজসেবা অধিদপ্তরের হিসাব সহকারী জামরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *