নালিতাবাড়ীতে বিদ্যুৎ ঘাটতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়
আল আমিন, শেরপুরঃ শেরপুরে নালিতাবাড়ি উপজেলায় লোডশেডিং জনিত বিদ্যুৎ ঘাটতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অতি মাত্রায় লোডশেডিং এর ফলে বিদ্যুৎ ঘাটতি বিষয়ক আলোচনা সভা করেছেন উপজেলা প্রশাসন।
আজ বুধবার (৫) এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগ নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল, নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজ করুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,নাকুগাও আমদানি রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, ওবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় জানানো হয় জ্বালানি সংকট বিশেষ করে গ্যাস উৎপাদন কম হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। যেহেতু উৎপাদন কমে গেছে সে কারনে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। যেখানে নালিতাবাড়ী উপজেলায় সর্বমোট বিদ্যুৎ চাহিদা প্রায় দেড়শ মেগাওয়াট। সেখানে বরাদ্দ পাওয়া যাচ্ছে, ৭০-৮০ মেগাওয়াট।  অর্থাৎ চাহিদার অর্ধেক বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পর্যন্ত সকলকেই বিভ্রান্তি এড়িয়ে সংকট মোকাবেলায় বিদ্যুতের অপচয় রোধের আহবান জানানো হয়।তবে দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *