শেরপুরে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও নিয়ন্ত্রণে  ট্রাস্কফোর্স কমিটির  আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়
আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, তামাকজাত পণ্য কে না বলুন। স্কুলের আশপাশে অবস্থিত দোকান সমূহে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করায় সহায়তা করুন। ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ বন্ধ করুন।
এসময় শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সহকারি পরিচালক ডাঃ মুহাম্মদ জসিম উদ্দিন, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডাঃ নাহিদ কামাল, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. রায়হানুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম এ বারেক তোতা, শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রুবেল আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ মো. আসমাউল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *