বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নেওয়ার নজির গড়েছেন মুহিত: তাপস

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশকে স্বল্প সময়ে উন্নয়নশীল দেশের কাতারে নেওয়ার আন্তর্জাতিক নজির সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী, ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতের মরদেহে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মেয়র শেখ তাপস।
শেখ তাপস বলেন, ‘একটি রূপকল্পের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে স্বল্পসময়ে কীভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা যায়, আমি মনে করি, আবুল মাল আবদুল মুহিত তার একটি আন্তর্জাতিক নজির রেখে গেছেন। মাত্র ১০ বছরে তিনি বাংলাদেশের জিডিপির (মোট দেশজ উৎপাদন) আকার ১০০ বিলিয়ন ডলার থেকে ৩৫০ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে নিয়ে গেছেন।’
রূপকল্প-২১ বাস্তবায়নে আবুল মাল আবদুল মুহিতের কর্মনিষ্ঠার কথা উলে­খ করে তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ এর মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা বাস্তবায়ন যে কতটা কঠিন— তা আজকের দিনে হয়তো বা অনেকেই অনুধাবন করতে পারবে না। কিন্তু আবুল মাল আবদুল মুহিত অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গ সেই দুরূহ কাজটি সুচারুভাবে সম্পন্ন করেছেন। তাই বলেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে পুরো জাতি আজ শোকাহত মন্তব্য করে মেয়র শেখ তাপস বলেন, ‘আজ আমরা অত্যন্ত শোকাহত। পুরো জাতি শোকাহত। তার চলে যাওয়ায় জাতির অপূরণীয় ক্ষতি হল। আমি ব্যক্তিগতভাবে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পক্ষ হতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *