পদ্মা সতেুর টোল প্লাজার ব্যারয়িারে বাসের ধাক্কা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক:পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় টোলপ্লাজার বুথের বেরিয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জাজিরা প্রান্তের টোলপ্লাজার সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে আসেন চালক মো. রানা। টোল দেওয়ার পর রসিদ না নিয়েই বাসটি দ্রæতগতিতে টান দেন চালক। তখন ৩ নম্বর বুথের বেরিয়ারে সজোরে ধাক্কা লাগে। এতে ওই বেরিয়ারের নলবেড়ি বাঁকা হয়ে যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ আটকে রাখেন। পরে চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেওয়া হয়।

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জাগো নিউজকে বলেন, টোল প্লাজার ৩ নম্বর বুথে টাকা পরিশোধ করার পর রসিদ প্রিন্ট না হতেই শরীয়তপুর পরিবহন নামের একটি বাসের চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যান। তখনই বুথের বেরিয়ারে সজোরে ধাক্কা লাগে। এতে নলবেড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় কী হয়েছে এখনো বলতে পারছি না। জানলে বলতে পারবো।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *