বগুড়ায় ফের বাড়ছে যমুনার পানি

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক:বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে দুশ্চিন্তায় বন্যাকবলিত এলাকার মানুষ।সোমবার (৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৬.৫২ মিটার যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৭ জুন বিকেলে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। ২১ জুন পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরদিন ২২ জুন দুপুর পর্যন্ত পানি স্থিতিশীল ছিল। তবে বিকেল থেকে পানি কমতে শুরু করে। কয়েকদিন পানি কমে ২৮ জুন পর্যন্ত যমুনার পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর ২৯ জুন সকাল থেকে আবারো পানি বাড়তে থাকে।

এদিকে কয়েকদিন আগে বন্যাকবলিতরা বাড়িঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলেন। পানি নেমে যাওয়ায় জিনিসপত্র নিয়ে ঘরে এসেছিলেন। পানি বেড়ে যাওয়ার খবরে তারা আবারো দুশ্চিন্তায় পড়েছেন। এভাবে পানি বাড়তে থাকলে পুনরায় ঘরের জিনিসপত্র এবং গবাদিপশু নিয়ে উঁচু কোথাও যেতে হবে তাদের।

উপজেলার বড় কুতুবপুর পূর্ব পাড়ার মজনু শাহর স্ত্রী সীমা খাতুন বলেন, ‘পানি উঠে বাড়িঘর ডুবে গিয়েছিল। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলাম। খুব কষ্টে দিনাতিপাত করছি। পানি নেমে যাওয়ায় আবারো বাড়িতে উঠি। কিন্তু আবারো পানি বাড়িতেছে। আবারও জিনিসপত্র ও গরু-ছাগল নিয়ে উঁচু জায়গায় যেতে হবে।’

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *