রাজশাহীতে বন্ধ থাকবে অর্ধেক সড়ক বাতি

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ১২টার পর রাজশাহী মহানগরীর অর্ধেক সড়ক বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রোববার রাতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কর্মসূচি উদ্ধোধন অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ঘোষণা দেন।

মেয়র লিটন জানান, রাসিকের বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ঠিকাদারকেও এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।লিটন বলেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের কথা বিবেচনা করে রাসিক নগরীর অর্ধেক সড়ক বাতিল রাতের একটা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখা হবে।

তিনি বলেন, এখন সড়ক বাতিতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে অর্ধেক বাতি বন্ধ রাখলে চারভাগের তিন ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে।এদিলে রাজশাহী মহানগরবাসীকে ধন্যবাদ জানান মেয়র। তিনি বলেন, যথা সময়ে নিজ নিজ পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে। আমরা নগরবাসীর কাছ থেকে এমন সহযোগীতা প্রত্যাশা করি।

মেয়র আরও বলেন, কুরবানির বর্জ্য অপসারণে রোববার সকাল থেকেই কাজ করা হচ্ছে। নগরীর ৫৮টি সেকেন্ডারি পয়েন্টে কুরবানির বর্জ্য জমা করে রোববার রাত ১২টার মধ্যে সব বর্জ্য অপসারণ শেষ হয়েছে। গত দুই-তিন বছর ধরে এই সিস্টেমের মধ্যে কাজ করা হচ্ছে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *