রস ছাড়াই আখ ও খেজুরের গুড় তৈরি!

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: বুধবার নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুজনকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

এর মধ্যে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের গুড় ব্যবসায়ী ছলিম উদ্দিনকে ৮০ হাজার ও ভবানীপুর গ্রামের মোস্তাফিজুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সহায়তায় এ অভিযানে বিপুল পরিমাণ কেমিকেল ও ঝোলা গুড় জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা বেশ কিছু দিন ধরে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিলেন। বুধবার অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়ায় তাদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *