দক্ষিণ বেদকাশীতে বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শনে এমপি বাবু

জাতীয়
খুলনা জেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের খালের গোড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের রিংবাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রিংবাঁধ মেরামতের কাজ পরিদর্শনকালে বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এসব বাঁধ জোয়ারের পানির চাপ সহ্য করতে পারে না
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলের মানুষের প্রতি খুবই আন্তরিক, অচিরেই টেকসই বেড়িবাঁধ নিমার্ণ করা হবে। এজন্য সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন যেটা একনেকে পাশ হয়েছে, এখন এটা টেন্ডার প্রক্রিয়াধীন। এছাড়া জাইকার অর্থায়ানে ৩৫০ কোটি ব্যয়ে বেঁড়িবাধের কাজ চলমান আছে। এছাড়াও বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ সময় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু রিংবাঁধের কাজ তদারকি করেন এবং বাঁধ মেরামতের কাজে অংশগ্রহণকারী সকলের সাথে মতবিনিময় করেন ক্ষতিগ্রস্থ জনসাধারণের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম এস দোহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আছের আলী মোড়ল, আওয়ামী লীগ নেতা সমরেশ সরকার, গনেশ চন্দ্র মন্ডল, আসাদুজ্জামান বুলবুল, দক্ষিণ বেদকাশী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, মুকুল বিশ্বাস, শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় দলীয় নেতা-কর্নীরা।

স্ব.বা/রু       

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *