মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে মডেল মসজিদ: স্পিকার

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এসব মডেল মসজিদ মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়তে ভূমিকা রাখবে।

শনিবার রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাড়ির পাশে লালদীঘি বাজারে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজে সুবিধা নিশ্চিত করবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি বিশেষায়িত এসব মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। প্রতিটি মডেল মসজিদ নির্মাণে প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে তিনি জানান।

এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুরে প্রধানমন্ত্রীর স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্পিকার ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে ২৫ জন মহিলার জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *