পুলিশের ডিআইজি হলেন ১১ কর্মকর্তা

অন্যান্য

স্বদেশবাণী ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) করা হয়েছে। এর মধ্যে আছেন ২ নারী কর্মকর্তাও। রোববার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের এক সভায় এ বিষয়ে সুপারিশ করা হয়। ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী এর অনুমোদন দেন।

যারা পেলেন পদোন্নতি-

পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান,
মো. হায়দার আলী খান,
মো. মনিরুল ইসলাম,
মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন,
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান,
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক,
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম,
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

 

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *