রাজশাহীর পদ্মার পানি বিপদসীমার কাছা-কাছি, হুমকিতে বাঁধ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: হু হু করে পানি বেড়ে চলেছিল রাজশাহীর পদ্মায়। এরই মাঝে নতুন করে ফারাক্কার সবগুলো লকগেট খুলে দেওয়ায় পানিতে থৈ থৈ করছে পদ্মায় পানি। পানির তোড়ে বর্তমানে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। সেই স্রোত আছড়ে পড়ছে শহর রক্ষা বাঁধে। এতে করে হুমকিতে পড়েছে টি-বাঁধসহ সংলগ্ন এলাকা।

তবে পরিস্থিতি মোকাবেলায় গতকাল বুধবার সকাল থেকে বাঁধ ঘিরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার সকালে বিপদসীমার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল রাজশাহীর পদ্মা। এদিন বেলা ৩টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা মাপা হয় ১৮ দশমিক ১৮ মিটার। অন্যদিকে নির্ধারিত বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার।

পূর্ব সতর্কতা হিসেবে রাজশাহী শহর রক্ষা বাঁধের সুরক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। টি-বাঁধ অংশে এরই মাঝে ৫শ’ জিও ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া পুলিশ লাইনের সামনের বাঁধ রক্ষায় ফেলা হচ্ছে আরও ২ হাজার জিও ব্যাগ।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, আজ সকাল ৯টায় বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মা প্রবাহিত হচ্ছিল। ওই সময় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা মাপা হয় ১৮ দশমিক ১৬ মিটার। পরে দুপুর ১২টায় তা বেড়ে ১৮ দশমিক ১৭ মিটার ও বেলা ৩টার দিকে ১৮ দশমিক ১৮ মিটারে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় নদীতে ১ সেন্টিমিটার করে পানি বাড়েছে। এভাবে বাড়তে থাকলে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজশাহীতে পদ্মার পানির উচ্চতা দাঁড়াবে ১৮ দশমিক ১৯ মিটারে।

পরিসংখ্যানের সূত্রে এনামুল হক বলেন, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটারে। এরপর পানি বাড়লেও ওইসব রেকর্ড ভাঙেনি।

বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, নদীর প্রবল স্রোতে কয়েক যুগ আগের টি-বাঁধটি কিছুটা দেবে গেছে। তাই বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা রক্ষার চেষ্টা চলছে। এর আগে ২০১৬ সালের ২৮ আগস্ট এ বাঁধে ফাটল দেখা দেয়। পরে পানি উন্নয়ন বোর্ডের কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জিও ব্যাগ ফেলে সে ফাটল ঠেকান।

তবে পদ্মার পানি বাড়া নিয়ে এখনই আতংকের কিছু নেই জানিয়ে এ প্রকৌশলী বলেন, নদীর পানির উচ্চতা বাড়তে থাকলেও এখনই আশঙ্কার কিছু নেই। রাজশাহীর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে আরও ৩-৪ দিনের মতো লাগবে। আর বিপদসীমা অতিক্রম করলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। শহর রক্ষা বাঁধের উচ্চতা ১৯ দশমিক ৬৭ মিটার।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *