নাটোরে দূর্গোৎসব সম্পন্ন করতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধি: নাটোরে শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় সম্পর্কে সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার নাটোর পুলিশ লাইন¯ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলায় এবার মোট ৩৬৬ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ৯৬ টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ, ৯১ টি গুরুত্বূর্ণ ও ১৭৯ টি সাধারণ ধরে পূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এজন্য পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকধারী, পোশাকধারী ও মোবাইল সহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ মন্ডপে ৬ জন ও সাধারণ মন্ডপে ৪ জন করে পুলিশ সার্বক্ষনিকভাবে মোতায়েন থাকবে। পুলিশ সুপার সাংবাদিকদের সাথে এ বিষয়ে মত বিনিময় করেন। তিনি শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন-অর রশিদ, সদর ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন, ডিবিথর ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *