কলেজ ছাত্রী লিজার আত্মহননে পুলিশের গাফিলত নেই: তদন্ত কমিটি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহননের ঘটনায় পুলিশের কোন গাফিলতি খুঁজে পায়নি তদন্ত কমিটি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

শনিবার সন্ধ্যায় আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলেজছাত্রী লিজা রহমান তার স্বামীর দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়ে অভিযোগ করতে এসেছিল শাহমখদুম থানায়। কিন্তু এটি কোন ফৌজদারি অপরাধ না হওয়ায় মামলা রেকর্ড করেননি ওসি। পরে লিজাকে দুই নারী কনস্টেবলের সঙ্গে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেই লিজা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনাটি শাহমখদুম থানার ওসি হিসেবে কোন রেকর্ড না রাখায় তাকে কৈফিয়ৎ তলব করা হতে পারে। এর আগে আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগমের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *