রাজশাহীতে উৎসব মূখর পরিবেশে পালন হচ্ছে দুর্গাউৎসব : আ.লীগ নেতা ডাবলু সরকার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব।

এই উৎসব বাংলাদেশের ঐতিহ্য। সারা দেশের ন্যয় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা গুলোতেও উৎসব মূখর পরিবেশে এই উৎসব পালিত হচ্ছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহারণ। অসাম্প্রদায়িক চেতনায় সকলকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রী বরদা কালি মাতা মন্দির, পদ্মা সার্বজনীন মন্দির, পারীজাত, নিহারিকা, উৎসর্গ, জোড়া শিব মন্দির, শ্রী শ্রী পাঁচু মন্ডল আখড়া মন্দির, টাইগারসহ আরো বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন শেষে সাংবাদিককে দেয়া এক সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীর বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখলাম। সেখানে পূজা-আর্চনার পাশাপাশি চলছে ঢাকের বাজনা, শঙ্খের শব্দ আর ধর্মীয় গান। দুর্গাৎসবকে ঘিরে মন্ডপগুলোসহ আশপাশের রাস্তাঘাট সজানো হয়েছে নবরূপে। যা দেখতেও আসছেন বহু দর্শনার্থী।

এছাড়াও আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাৎসব উদযাপনে পুলিশ-আনসারসহ স্থানীয় প্রশাসন পূজা মন্ডগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতা করছে।

পরিদর্শনকালে নগরীর বিভিন্ন পূজা মন্ডপের আয়োজকবৃন্দসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটো সেশানে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্স, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দীন খান, ১৮ দক্ষিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম শুভ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাদত হোসেন রাশেল, সিবিএ সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেলওয়ে ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক এস এম ওয়াহেদ আলী মুন, নগর ছাত্রলীগের ধর্ম-বিষায়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, গন-শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর, সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, তমাল, অনিক প্রমূখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *