বাগাতিপাড়ায় স্থানীয়দের সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

রাজশাহী লীড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয়দের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পল্লী ব্রাঞ্চ স্থাপনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলার তমালতলা বাজারের স্থানীয়দের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই বাজারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। মতবিনিময় সভায় তমালতলা মোড় বাজার ও তমালতলা বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান , রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তৃতীয়বারের মতো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনায় পল্লী ব্রাঞ্চটি স্থাপনের উদ্দেশ্যে তিন সদস্যের একটি টিম সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে আসেন । এ মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসি¯ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: শিহাব উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার নাজমুল হোসেন।

পর্যবেক্ষণ টিম বৃহত্তর তমালতলা বাজার পুরোটা ঘুরে দেখেন। তাঁরা সন্তুষ্টি প্রকাশ করে এশিয়ান বার্তাকে জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা দিতেই এমন প্রয়াস। জানা যায়, শিল্প, হাউজ বিল্ডিং লোন, ক্ষুদ্র ব্যবসা, সরকারি-বেসরকারি এবং শিক্ষকদের ব্যক্তিগত লোন সহ সকল পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট গ্রহণের সুবিধা থাকবে ব্যাংকটিতে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগনেতা আফরোজ্জামান নিপুনের সঞ্চালনায় ঐতিহাসিক তমালতলা বাজারের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যাপক আবুল হোসেন, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, চকগোয়াশ বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি বাগাতিপাড়া কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তমালতলা কৃষি কারিগরি কলেজের অধ্যাপক সারওয়ার জামান লিটন, তমালতলা টেকনিকেল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ জুলফিকার আলী, মাদার তেরেসার মহাসচিব মীর আহমেদ টুটুল, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, ১ নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, ২নং জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী আজিজুল হাকিম, ব্যবসায়ী সমিতির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক নুরুল ইসলাম, পুরাতন বাজার সমিতির সভাপতি কাউছার আলী টেংরা, যুবলীগ নেতা বিপ্লব কুমার দাস বিপু, ছাত্রলীগ নেতা এবিএম রবিউল হাসান জনি প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *