বাগাতিপাড়ায় গ্রামে গ্রামে নারীদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যানের উঠান বৈঠক

রাজশাহী লীড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নারীদের সমস্যা পর্যবেক্ষণে গ্রামে গ্রামে গিয়ে নারীদের সাথে উঠান বৈঠক করছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা। সম্প্রতি বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গ্রামের নারী শিক্ষার্থী, গৃহবধু, বৃদ্ধাদের নিয়ে এসব উঠান বৈঠক করছেন।

ইতিমধ্যে তার ব্যতিক্রমী এ উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। শুক্রবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুরের মাড়িয়া সরদারপাড়া গ্রামে এমনই এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। এতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বাল্যবিয়ে, নারী উত্ত্যক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ গ্রামীণ নারীদের কর্মমূখী করতে পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও নারীরা ঘরে বসে কুটির শিল্পের কাজের ব্যবস্থা গ্রহন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিভিন্ন বয়সী নারীরা এ উঠান বৈঠকে অংশ নেন। এর আগে গত বুধবার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের হাজীপাড়ায় এক উঠান বৈঠক করেন।

এ বিষয়ে উঠান বৈঠকে অংশ নেয়া বিভিন্ন বয়সী কয়েকজন নারীরা জানান, এবারই প্রথম তারা এমন ধরনের উঠান বৈঠকে অংশ নিলেন। সেখানে তারা তাদের মতামত তুলে ধরতে পেরেছেন। এর আগে কখনও কোন জনপ্রতিনিধিকে প্রত্যন্ত গ্রামের এসব নারীদের দোরগোড়ায় এসে নারীদের সমস্যার বিষয়ে জানতে তারা দেখেননি। তবে তারা বৈঠকের পাশাপাশি গ্রামীন নারীদের উন্নয়নে পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্বারোপ করেন।

এব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা বলেন, একজন নারী জনপ্রতিনিধি হিসেবে তিনি নারীদের উন্নয়নে উপজেলা ভিত্তিক কর্ম পরিকল্পনা তৈরির উদ্যোগ নিতে যাচ্ছেন। এ কারনে তিনি এসব উঠান বৈঠক করছেন। সেখানে অঞ্চল ভিত্তিক নারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে। এ নিয়ে আগামীতে উপজেলা মিটিংয়ে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, এতে একদিকে নারীদের সমস্যা নিয়ে যেমন কথা বলা যাচ্ছে, অন্যদিকে কোন কোন এলাকায় নির্বাচন পরবর্তী প্রথম সাক্ষাতও হচ্ছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *