কেক কেটে নগরীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় আনন্দ র‌্যালি করে রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

তারা সাহেব বাজার স্বর্ণপট্টি হতে র‌্যালি নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কুমারপাড়াস্থ্য আওয়ামী লীগ অফিসের পার্শে স্বাধীনতা চত্বরে জরো হন।

পরে জাতীর জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

রাজশাহী মহানগর শ্রমিক লীগের আয়োজনে র‌্যালিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ, নেসকো, পিডিবি, সোনালী ব্যাংক ইউনিয়ন এমপ্লয়ীজ ইউনিয়ন, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন, স্বর্ণ শিল্প শ্রমিক লীগ, বস্ত্র শ্রমিক লীগ, পোষ্টাল একাডেমি, ডাক বিভাগ, বিআরডিবি, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পানি উন্নয়ন বোর্ড ও সিএনজি শ্রমিক লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

র‌্যালি শেষে নেতৃবৃন্দ রাজশাহী শিক্ষা বোর্ডের সিবিএ এর অফিস কক্ষে শ্রমিক লীগের জন্মদিনের কেক কাটেন এবং আলোচনা সভা করেন। সভায় শ্রমিক নেতা আব্দুল হান্নান, আব্দুস সালাম, ওমর ফারুক, মুহাজার আলী, হুমায়ন কবীর লালু, সাইদুল ইসলাম রাজু, সেলিম রেজা বাইরন, নাঈম বাবু, মেসবাউল হক, সালাউদ্দিন, আকতার হোসেন, হাসানুজ্জামান ফিরোজ, আনোয়ার হোসেন, তাজু, জামাদুল, পার্থ, সুমন, নবাব, ও শাহিন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *