বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

রাজশাহী লীড

বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধিঃ ‘আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, সকলের হাত পরিছন্ন রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০০৯ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি পালনের মূল্য উদ্দেশ্য- রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। এই দিবসটি মুলত একটি প্রচারণামূলক দিবস।

এরই ধারাবাহিকতায় নাটোরের বাগাতিপাড়ায় বাগাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়। এই দিবসে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপরে আলোচনা করা হয়।

আলোচনায় বলা হয় বিশ্বব্যাপী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি শিশু মারা যায় ইউনিসেফের তত্ত্ব অনুযায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে তাদের একটি বড় অংশকে মৃত্যু থেকে রক্ষা করা সম্ভব।

বিশেষজ্ঞ চিকিৎসকরা মতে, হাত ধোয়ার মতো অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, কৃমির মতো রোগের সংক্রমণের আশঙ্কা কমবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *