দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে : এমপি ফারুক চৌধুরী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাই আওয়ামী লীগের বড় অর্জন। আমরা চাই অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাক।

শুক্রবার রাতে প্রেমতলীর গৌরাঙ্গবাড়ি এলাকায় প্রেমভক্তি মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আমরা সব সময় চেয়েছি প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে পালন করবে। সেই পরিবেশটা সৃষ্টি করা এবং আমরা তা করতে পেরেছি। অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সেই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় এমপি ফারুক চৌধুরী প্রেমতলীর গৌরাঙ্গবাড়ি খেতুরধামে আশা ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনে এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, কাকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ, গোদাগাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *