রাজশাহীর আদালতে কালের কন্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের

গণমাধ্যম রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও দুইজন রিপোর্টারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল আলম বেন্টু। আজ রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী লোকমান আলী।

মামলার আসামীরা হলেন, কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রধান কার্যালয়ের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ও রাজশাহী অফিসের রিপোর্টার রফিকুল ইসলাম।

বাদি পক্ষের আইনজীবী ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী বলেন, ‘‘মামলার বাদি আজিজুল আলম বেন্টু একজন সম্ভ্রান্ত ও বিত্তবান পরিবারের সন্তান। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রথম শ্রেনীর ঠিকাদার। আজিজুল আলম বেন্টু অত্যান্ত সম্মানি ব্যক্তি এবং রাজনৈতিকভাবেও তিনি সুমানের সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন।’’

তিনি বলেন, ‘‘গত ১৩ অক্টোবর কালের কন্ঠ পত্রিকায় ‘ছাত্রলীগ নেতার খুনি এখন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শিরোনামে মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে আজিজুল আলম বেন্টুকে একজন ট্রাক চালক, মাছ বিক্রেতা ও দুধ বিক্রেতা ছিল এবং সরকারি জমি ও ক্ষুদ্র নৃগষ্টির বাসস্থান দখল, ভয় দেখিয়ে নাম মাত্র মূল্যে সাধারণ মানুষের জমি কেনা, তার রয়েছে অস্ত্রধারি সহযোগি, জেলার ১১টি বালুমহাল নিয়ন্ত্রণসহ তার দুইটি টর্চার সেল রয়েছে বলে সংবাদে মিথ্যাভাবে অনেক তথ্য উপস্থাপন করেছে। এতে আমরা ক্ষুদ্ধ হয়েছি, ব্যথিত হয়েছি। যাতে বাদি তথা আওয়ামী লীগের ভাবমূর্তি, খ্যাতি ও সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এর প্রতিকার চেয়ে আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।’’

আইনজীবী লোকমান আলী বলেন, ‘‘আদালত আমাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেছেন এবং সংশ্লিষ্ট থানায় তদন্তের জন্য পাঠিছেন। আমরা মনে করে এটি সঠিক আদেশ হয়েছে। কারণ আমাদের বিরুদ্ধে যে সংবদ প্রকাশিত হয়েছে তার সত্যতা নিরুপন হওয়া প্রয়োজন। সত্য নিরুপন হলে সমাজ জানবে। দেশের মানুষ যানবে এ ব্যক্তি দোষি ছিলেন কি না বা ওই পত্রিকা সঠিক তথ্য সরবরাহ করেছিল কি না। তদন্ত আসার পর আদালত সঠিক আদেশ দেবেন বলে আমরা আশা করছি।’’

মামলার বাদি আজিজুল আলম বেন্টু বলেন, ‘‘মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের যে সুনাম, সম্মান ক্ষুন্ন করা হয়েছে তার প্রতিকার চাই। এ জন্য আদালতে মামলা করেছি। আমি আশা করছি আদালতের মাধ্যমে আমি ন্যায় বিচার পাব।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *