১ নভেম্বর থেকে রাজশাহীতে চিকন চাকার রিক্সা ও লাইসেন্সবিহীন রিক্সা-অটোরিক্সা চলাচল বন্ধ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ১ নভেম্বর থেকে রাজশাহী নগরীতে চিকন চাকার রিক্সা এবং লাইসেন্সবিহীন সকল রিক্সা ও অটোরিক্সা চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন।

ওই দিন থেকে চালানো হবে অভিযান। সেজন্য যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও ড্রাইভিং কার্ড সংগ্রহের জন্য মেসেজ পেয়েছেন তাঁদের লাইসেন্স গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে রাসিক।

নগরভবনে শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কার্ড গ্রহণ করতে পারবেন।

রবিবার বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে রাজশাহী মহানগরীর সকল অটোরিক্সা/চার্জার রিক্সা, শো-রুম ও গ্যারেজ মালিকগণের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু একথা জানান।

তিনি বলেন, নগরীতে ৫ হাজার চার্জার রিক্সা ও ১০ হাজার অটোরিক্সা লাইসেন্স প্রদান করা হবে। কোনভাবেই এর বেশি লাইসেন্স প্রদান করা হবে না। এজন্য চার্জার রিক্সা প্রস্তুতকারক ও শো-রুমের মালিকগণকে রাজশাহী মহানগরীতে বিক্রয়ের উদ্দেশ্যে নতুন রিক্সা প্রস্তুত ও বিক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।

মতবিনিময় সভায় রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, লাইসেন্স কর্মকর্তা সারোয়ার হোসেন, উপ-যানবাহন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *