গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, রাজশাহী নগরীর বুলনপুর এলাকার আব্দুস সামাদ কালু (৪৫), রায়পাড়া এলাকার টমাস (৩৫), গুড়িপাড়া এলাকার জহরুল ইসলাম (৩৬) এবং জেলার গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর গ্রামের মাসুদ আলী (২৫)।

রোববার দিবাগত রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। অভিযানে ব্যাটারিচালিত একটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ অক্টোবর গোদাগাড়ীতে মন্টু নামের এক অটোরিকশা চালককে ভাড়ায় নিয়ে যায় চক্রটি। এরপর মন্টুকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসায় সুস্থ হওয়ার পর মন্টু এ নিয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুলিশ অপরাধীদের সনাক্ত করার কাজ শুরু করে।

এরপর পুলিশ প্রথমে টমাসকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অটোরিকশাটিও। সেটির রং পরিবর্তন করে ফেলা হয়েছিল।

ওসি জানান, গ্রেপ্তার চারজন সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *