নওগাঁর পত্নীতলায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী লীড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তিনি জেলার বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পত্নীতলা থানা পুলিশের ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে মাদক উদ্ধার করতে যায়।

মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশও গুলি করে। এতে ঘটনাস্থলে মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ঘটনাস্থল থেকে ৬২০ পিস ইয়াবা ও ফেনসিডিল (পরিমাণ জানা যায়নি) উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিন ডিবি পুলিশ সদদ্য আহত হয়েছেন। তারা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসধীন বলে জানান ওসি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *