রাজশাহী বিমানবন্দরে মিলনকে ফুল দিয়ে বরণ করেন ২০দলীয় জোটের নেতাকর্মীরা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: পবা-মোহনপুর থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জন্য বিএনপি ও ২০ দলীয় জোট মনোনীত হন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিমানে করে রাজশাহীতে পৌঁছান তিনি। নেতার আগমনে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, পবা-মোহনপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ও ২০দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত হন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করেন। নেতাকর্মীদের মধ্যে প্রচুর আনন্দ উদ্দিপনা দেখা যায়।

বিমান বন্দর থেকে বেড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এই নির্বাচন দেশের হারানো গণতন্ত্রকে পুণরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করে বিজীয় করে সংসদ গঠন করতে সহযোগিতা করবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এই আসন থেকে নির্বাচিত হলে পবা-মোহনপুরকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। অতিতে যিনি ছিলেন এবং এখনো যিনি আছেন তিনি শুধুমাত্র জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছেন। অত্র আসন এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে তিনি উল্লেখ করেন। নির্বাচিত হলে পবা-মোহনপুরের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপক উন্নয়ন করা হবে। এছাড়াও পানি ও পয়নিস্কাশনের জন্য মাস্টার ড্রেন, প্রতিটি পাড়া মহল্লায় বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেন নির্মান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, হাট বাজারের উন্নয়ন, বিমানবন্দর আধুনিকি করণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর, রাজশাহী থেকে কার্গোবিমান সার্ভিস চালু এবং হজ্ব যাত্রীদের সুবিধার্থে রাজশাহী থেকে সরাসরি হজ্ব ফ্লাইট চালুর ব্যবস্থা করবেন বলে তিনি উল্লেখ করেন।

মিলন আরো বলেন, তাঁর সংসদীয় এলাকার প্রতিটি রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মান এবং প্রতিটি হাট, বাজার, পাড়া, মহল্লা এবং গুরুত্বপুর্ণ স্থানে আধুনিক আলোকসজ্জা করা হবে। এই সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং দেশের গণতন্ত্র পুণরুদ্ধার, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে বিএনপিকে ভোট প্রদান করার জন্য অত্র এলাকাসমুহের সকল ভোটারকে অনুরোধ করেন তিনি।

বক্তব্য শেষে বেগম জিয়ার রোগ ও কারামুক্তি, দেশবাসী ও পবা এবং মোহনপুর বাসীর শান্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। মনোয়ন পাওয়ার ক্ষেত্রে জোড়ালো দাবি করায় পবা-মোহনপুরবাসীকে ধন্যবাদ জানান মিলন।

এসময়ে নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, প্রচার সম্পাদক রতন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনিসহ মহানগর ও পবা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *