বাঘায় ট্রাফিক আইন সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ

রাজশাহী লীড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি লক্ষে বাঘায় বিভিন্ন মোটরযান চালকের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। “ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন নিরাপদ রাখি’’ এই প্রতিপাদ্যে সামনে রেখে বাঘা থানা পুলিশের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করা হয়।

রোববার (১০ নভেম্বর) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপজেলার প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে ইঞ্জিনচালিত যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেটে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ফিটনেস, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, হেলমেট, সিটবেল্ট ব্যবহার ও ড্রাইভিং এর সময় মোবাইল ফোনে কথা না বলাসহ বিভিন্ন বিষয়ে মোটর যান চালকদের অপরাধ এবং নতুন আইনে দন্ডের কথা উল্লেখ করা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রচারণা হিসাবে আমরা লিফলেট বিতরণ করছি। গত ১ নভেম্বর থেকে সড়ক পরিবহণ আইন কার্যকর হয়েছে। নতুন আইনের নির্দেশনাবলি লিফলেট থেকে মানুষ সচেতন হবে এবং সড়ক পরিবহণ আইন মেনে চলবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *