রাজশাহীর কাঁটাখালী থানা এলাকা থেকে ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী সীমান্তে টহল পরিচালনা করে ১৪০ বোতল বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে কাঁটাখালী থানাধীন লটাবোনা এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে ১০ নং পদ্মারচর বিওপি’র নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স।

বিষয়টি নিশ্চিত করেছেন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, রাজশাহীর কাঁটাখালী থানাধীন লটাবোনা এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ১০ টাকা।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।

এদিকে, আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *