রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “রুয়েটে “Role of IQAC in enhancing quality of higher study” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

শনিবার সকাল ৯ টার দিকে IQAC (Institutional Quality Assurance Cell) এর উদ্যোগে নিজস্ব হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ড. আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের SPQ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক, রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, IQAC এর পরিচালক প্রফেসর ডঃ আবদুল গোফফার খান, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক ডঃ মিয়া জগলুল সাদাত, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রবিউল আওয়াল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *