পদ্মায় ভ্রমণতরী মাঝিদের হাতে ডাসবিন তুলে দেন জেলা প্রশাসক হামিদুল হক

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভ্রমণতরী মাঝিদের মাঝে বিতরণ করা হলো ময়লা ফেলার জন্য ৪২টি ডাস্টবিন। শনিবার নগরীর টি-বাঁধের উপর কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্পের উদ্যোগে “ডাস্টবিন ব্যবহার চায়,নদী ও পরিবেশ বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে এসব ডাসবিন বিতারণ করা হয়।

ডাসবিন বিতরণ অনুষ্ঠানের কারিতাস রাজশাহী অঞ্চল আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কাজটি ক্ষুদ্র মনে হতে পারে। কিন্তু ছোট ছোট পরিবর্তনই একদিন বয়ে আনবে বড় ইতিবাচক পরিবর্তন।

আজ রাজশাহী পদ্মা নদীর মাঝিদের মাঝে বিতরণ করা হলো ময়লা রাখার বিন।

এর আগে নিশ্চিত করা হয়েছে লাইফ জ্যাকেট। আগামি কয়েকদিনের মধ্যে তাদের খোলস পাল্টিয়ে দেয়া হবে স্মার্ট পোষাক। তাদের মাঝি নাম পরিবর্তন করে রাখা হবে ক্যাপ্টেইন।

নদী মাতৃক বাংলাদেশে মানুষের জীবন জীবিকায় নদীর ভূমিকা অপরিসীম। নদীকে বাঁচাই, জীবন বাঁচাই। দেয়া হবে পর্যটন বিষয়ক প্রশিক্ষণ। শেখানো হবে ছোট ছোট ইংরেজি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম, সহকারি কমিশনার রিফাতুল ইসলাম, আরএমপি নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ ও রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য) মিস্ লুচিয়া মার্ডী।

পরে নদী ও টি-বাঁধ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ৪০টি ডাস্টবিন মাঝিদের জন্য এবং ২টি ডাস্টবিন টি-বাঁধের উপরে রাখার জন্য বিরতণ করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *