দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সন্মান প্রথম বর্ষ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে দিনব্যাপি এ অনুষ্ঠান করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা একে একে কলেজ প্রাঙ্গনে আসতে থাকে। নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন। পরে অতিথিগন একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

জ্ঞানের এই আলোকিত আঙ্গিনাতে তোমাদের করছি বরন,শুভ হোক তোমাদের আগমন এই স্লোগানকে সামনে রেখে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো: মোজাম্মেল হক সভাপতির বক্তব্যে বলেন, আদর্শ সন্তান গড়তে অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে ব্যাংক ব্যালেন্স আমাদের সম্পদ নয় আদর্শ সন্তানই আমাদের সম্পদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি এবং দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো: মোজাম্মেল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মহসীন মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন, মো: আনোয়ার হোসেন (প্রভাষক ইতিহাস বিভাগ),ডা: মো: আফজাল হোসেন ( ফিন্যান্স বিভাগ),মো: রেজাউল করীম (সমাজ বিজ্ঞান বিভাগ), আব্দুল মতিন, শামসুজ্জামান, মানিকুল ইসলাম, সেলিম উদ্দিন, উপস্থাপনায় ছিলেন অধ্যাপক ওবাইদুল্লাহ সরকার, আশরাফুল আওয়াল, সাইদুর রহমান (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাওকান্দি উচ্চ বিদ্যালয়), নারগিস আক্তার বানু (প্রধান শিক্ষক দাওকান্দি উচ্চ বিদ্যালয়) এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *