সিরাজগঞ্জে ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেলযোগাযোগ বন্ধ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐলটেক আটপয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ের স্টেশনমাস্টার আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে সকাল ৮টায়।

উপজেলার ঝাঐলটেক আটপয়েন্ট পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের চেষ্টা চলছে।

তবে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেন চলাচল স্বাবাভিক হবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *