টেকসই উন্নয়নে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ সেমিনার

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে টেকসই উন্নয়নের লক্ষ্যে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে শহীদ এ এইচএম কামারুজ্জামান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার যৌথভাবে আয়োজন করে, ন্যাশনাল একবাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ-NAAND এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষামন্ত্রনালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে বিভিন্ন অটিস্টিক শিশু কিশোর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *