স্বামীর দাফনে প্রথম স্ত্রীর বাধা, দ্বিতীয় স্ত্রী দাবি পড়ে গিয়ে যখম

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত এক বৈজ্ঞানিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবদুল হাই (৬৫)।

তিনি রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর মৌলভিপাড়া এলাকায় তার বাড়ি।

শুক্রবার সন্ধ্যায় এই বাড়ি থেকেই আবদুল হাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আবদুল হাই দুটি বিয়ে করেছিলেন। দুইজন স্ত্রীই বাড়িতে ছিলেন। দুপুরে বাড়িতে আবদুল হাইয়ের মৃত্যু হয়। সন্ধ্যায় দাফনের প্রস্তুতি চলছিলো। তখন প্রথম স্ত্রীর স্বজনরা মরদেহ দাফনে বাধা দিয়ে পুলিশে খবর দেন।

ওসি বলেন, মাথায় আঘাত থাকায় অভিযোগ উঠেছে যে আবদুল হাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। তবে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন, পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন হাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *