বাঘায় শান্তি ও সম্প্রতি রক্ষায় নাগরিকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি: শান্তি ও সম্প্রতি রক্ষায় সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চাই শীর্ষক মত বিনিময় সভায় নাগরিকের করণীয় বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭-১২-১৯) রাজশাহীর বাঘায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায়, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, উপজেলা সদর উৎসব পার্কে এর আয়োজন করে। সভায় অংশগ্রহন করেন,বিভিন্ন রাজনৈতিক,জনপ্রতিনিধি ও সুশিল সমাজ ও গণমাধ্যম কর্মি।

সভায় রাজনৈতিক সহিংসতা পরিহার করে দেশ ও জনগনের কল্যাণে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেণ সুজনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান।

বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের প্রধান সমন্বয়কারি সাইফুল ইসলাম বাদশা মাষ্টার, আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম,বিএনপি নেতা সাইফুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মহিদুল ইসলাম,সংবাদিক আব্দুল লতিফ মিঞা,হিন্দু বৈদ্ধ খীষ্ট্রান ঐক্য পরিষদের নেতা সুজিত কুমার বাকু পান্ডে,সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কর্তৃপক্ষ আল আমিন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *