রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আজ রবিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯। এরই মধ্যে সম্মেলনের মঞ্চ তৈরিসহ সম্পন্ন করা হয়েছে সম্মেলনের সকল প্রস্তুতি।

গতকাল শনিবার সন্ধ্যায় সম্মেলনস্থল পরিদর্শন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের সমন্বয়ক কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় পুরো আয়োজনস্থল ঘুরে দেখেন মেয়র।

পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মেরাজ উদ্দীন মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ আখতার জাহান, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. আদিবা আনজুম মিতাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মেলন আয়োজনে মেয়র খায়রুজ্জামান লিটনকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

আগামীকাল সকাল ১০টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম,এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য মেরিনা জাহান, নুরুল ইসলাম ঠান্ডু, উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক ও প্রফেসর ড. সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান এমপি, আয়েন উদ্দিন, ও সংরক্ষিত আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা।

সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী এমপি। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ আলহাজ্ব মেরাজ উদ্দীন মোল্লা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *