টিটিসিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে জেন্ডার সমতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী ট্রেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে জেন্ডার সমতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে টিটিসি’র কনফারেন্স রুমে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবদুর রহিম।

সেইপ অর্থ মন্ত্রণালয়ের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেনের সভাপতিত্ব আয়োজিত অবহিতকরণ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অবহিতকরণ কর্মশালার সহযোগিতা করেন পায়াকট বাংলাদেশ।

জানা গেছে, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হককে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *