এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের সামনে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাজশাহীগামী একটি ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে রেল লাইন ভাঙা দেখে স্থানীয় গেট ম্যান লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেয়।

পরে লাইন মেরামত করে আধাঘন্টা পর ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, বিশ^বিদ্যালয় স্টেশনের পাশে রেল লাইন ভেঙে যায়। এক ব্যক্তি সেটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় গেট ম্যান রাজু আহম্মেদকে জানায়। গেট ম্যান দ্রুত সেটি দেখতে যান। এ সময় পাবনা এক্সপ্রেস রাজশাহীর দিকে আসছিল।

গেট ম্যান দ্রুত একটি লাল কাপড় টাঙ্গিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এর পর সেটি মেরামত করা হয়। আধাঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

আব্দুল করিম আরও বলেন, কোন ট্রেন যাওয়ার সময় লাইনটি ভেঙেছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে সর্বশেষ সকাল ৯টার দিকে রহনপুরগামী শটল ট্রেন সেখান দিয়ে অতিক্রমের সময় সেটি ভেঙে গিয়ে থাকতে পারে।

এর আগে ওই লাইনের উপর দিয়ে ঢাকাগামী বনলতা ও সিল্কসিটি, রাজবাড়িগামী মধুমতি এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস টেনটি গেছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *