রাজশাহীর মির্জাপুরে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান : ১৮ জুয়াড়ী আটক

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানাধীন মির্জাপুর পূর্বপাড়া এলাকার আটক জুয়াড়ী রুহুলের ২য় তলা বাড়ীর নীচতলার রুম থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করে মতিহার থানা পুলিশ।

এসময় জুয়া খেলার তাস ও জুয়ার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মির্জাপুর পূর্বপাড়া এলাকার মোঃ ওয়াজনবীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৫), জয়দেব সরকারের ছেলে শ্রী মোনজ সরকার (৩৫), মৃত মোবারকের ছেলে মোঃ গোলাপ (১৯), মোঃ শেখসাদীর ছেলে মোঃ সেলু রহমান (২৭), মোঃ ওয়াজ নবী @ কালুর ছেলে মোঃ রাজন (২২), মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ বাবলু (৩৫), মৃত মুনতাজ আলীর ছেলে মোঃ শাহাজামাল (৩৫) ও মৃত আবু গাজীর ছেলে মোঃ কায়ুম হোসেন (৩৫), কাজলা এলাকার মৃত সাদের আলীর ছেলে মোঃ বোরহান (৪০), খোজাপুর এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে মোঃ মুকুল (৩৮), সাতবাড়ীয়া এলাকার মোঃ শামসুল হকের ছেলে মোঃ মিলন (৩২), মির্জাপুর মধ্যপাড়া এলাকার মোঃ মতিনের ছেলে মোঃ মান্নাফ (২৫), বুধপাড়া এলাকার মোঃ শামসুর আলমের ছেলে মোঃ রুবেল (২৯), মির্জাপুর দক্ষিনপাড়া এলাকার মৃত আলম আলীর ছেলে মোঃ সামিউল ইসলাম (৩০), চৌদ্দপাই আবহাওয়া অফিস এলাকার মোঃ আরমানের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৮), চক বেলঘরিয়া (বাখড়াবাজ) এলাকার মুক্তার হোসেনের ছেলে মোঃ জীবন (২৩), পলাতক দুই আসামী হলো, মির্জাপুর পূর্বপাড়া এলাকার ওয়াজনবী  ছেলে সুমন (২৮) এবং   চর সাতবাড়ীয়া এলাকার আলতাবের ছেলে জাহিদ (২৭)।

জানা গেছে, জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে পুলিশ জানতে পারে মতিহার থানাধীন মির্জাপুর পূর্বপাড়া এলাকার আটক জুয়াড়ী রুহুলের ২য় তলা বাড়ীর নীচতলার একটি রুমের ভিতর কতিপয় জুয়ারিরা জুয়া খেলছে।

এরই ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মোহাঃ অলিউর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। এসময় সুমন ও জাহিদ সহ ৩/৪ জন সুকৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় আটক জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মতিহার থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জুয়া খেলাসহ আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হইয়াছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *