বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজশাহী রেশম বোর্ড

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস’২০১৯ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড উদযাপন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এই মহান দিবস পালন উপলক্ষ্যে বোর্ড প্রধান কার্যালয় বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মু: আবদুল হাকিম এর নেতৃত্বে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে সকাল ৭.০০ ঘটিকায় রাজশাহীর ভদ্রাস্থ স্মৃতি অম্লান-এ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বীর শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা) সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্র: ও প্রেষণা) এম. এ মান্নান, সদস্য(উৎপাদন ও বাজারজাতকরণ) মোছা: নাছিমা খাতুন, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক মোহা: মুনসুর আলী, শোভাযাত্রার প্রধান সমন্বয়ক মো: জায়েদুল ইসলাম সচিব, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল বারী এবং সিবিএ সভাপতি মো: আবু সেলিমসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *