প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির (এলইউপিআরপি) আওতায় স্যাটেলমেন্ট ইমপ্রুভমেন্ট ফান্ড (এসআইএফ) অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শহরে বসবাসরত দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা, কমিউনিটি ভিত্তিক সংগঠন শক্তিশালী করা, নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন, দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার করা।

সভায় রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে নানাবিধ প্রকল্প গ্রহণ করছেন। প্রত্যেকটি উন্নয়ন কর্মকান্ড যেন সুচারুরূপে করা হয় সেজন্য এ কর্মকান্ডে নিয়োজিত সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ বলেন, সততা ও জবাবদিহিতার মধ্যে এ কার্যক্রম বাস্তবায়িত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। আগামীতে প্রকল্পের আওতা বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।

প্রকল্পের সদস্য সচিব রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ মহানগরীর উন্নয়নে স্বপ্ন দেখেন এবং তা পুরণে কাজ করেন। রাজশাহী মহানগরীকে রেজিলেন্ট ও স্মার্ট সিটিতে রূপান্তর করতে প্রভূত উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে বর্তমান পরিষদ। প্রকল্পে আধুনিক স্যানিটারী ল্যাট্রিন স্থাপন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা, সিডিসির পরিধি বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন ইউএনডিপির ইনফ্রাসট্রাকচার এন্ড হাউজিং অফিসার হাসিবুল আলম। প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন ইউএনডিপির ইনফ্রাসট্রাকচার এন্ড হাউজিং অফিসার মোঃ সানোয়ার ইসলাম।

রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত ৪নং আসনের কাউন্সিলর মোসাঃ শিরিন আখতার খাতুন, সংরক্ষিত ২নং আসনের কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সামসুন নাহার, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপির রাজশাহীর টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল এবং সিডিসি টাউন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *